Notice

***যুগোপযোগী সৃষ্টিশীল আদর্শ জাতি গঠনের প্রত্যয়ে-শিক্ষা,শ্রম প্রচেষ্ঠা,সব মিলে সফলতা এই স্লোগান নিয়ে***সাকসেস আমার স্কুলে ২০২০ শিক্ষাবর্ষে নার্সারি থেক ৬ষ্ঠ শ্রেনীতে অনলাইনে এবং সরাসরি ভর্তির আবেদন চলছে***সাকসেস শিক্ষা পরিবারের PECE প্রস্তুতি ব্যাচ ০২/১৯ এর বিদায় ও চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ১৫ ই নভেম্বর ২০১৯ ইং সকাল ৭.০০ ঘটিকায়।***আগামি ১৫ ই নভেম্বর রোজ শুক্রবার সাকসেস আমার স্কুল এর মাধ্যমিক শাখার আত্মপ্রকাশ ও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্বারক প্রদান অনুষ্ঠান সকাল ৯.০০ ঘটিকায় সাকসেস আমার স্কুল অডিটরিয়াম এ অনুষ্ঠিত হবে***এতদ্বারা সাকসেস শিক্ষা পরিবারের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল প্রকার বেতন ও অন্যান্য ফি সমূহ অতিদ্রুত জমা দেয়ার অনুরোধ করা হলো।***আমরা নবীন আমরা আমরা তরুন নতুনত্বের মানে কী তা আমরা বুঝি।***

এতদ্বারা সাকসেস আমার স্কুলের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ৫/১২/২০২০ ইং (রোজ-শনিবার) হইতে সকল শ্রেনীর বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে** ভর্তি চলছে,ভর্তি চলছে সাকসেস আমার স্কুলে ২০২১ শিক্ষাবর্ষে নার্সারি-৭ম শ্রেনীতে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে***আমাদের কোন শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না**৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বর্ষসমাপনী পরীক্ষার জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট,প্রজেক্ট Writing আগামী ২০/১২/২০২০ ইং তারিখের মধ্যে অবশ্যই জমাদান করতে হবে***

Slider

Tuesday, January 14, 2020

নোটিশ-১৪/০১/২০২০ ইংরেজি

এতদ্বারা সাকসেস আমার স্কুলের সকল শিক্ষার্থী,অভিবাবক ও শিক্ষকদের অবগতির জন্য জানানো যাইতেছে আগামী ১৫ জানুয়ারী ২০২০  ইং হতে নারসারি ও কেজি শ্রেনীর ক্লাস শুরু হবে সকাল ৭.০০ টা।১ম শ্রেনী ও ৩য় শ্রেনীর ক্লাস সকাল ৯.০০ টা হতে এবং ৬ষ্ঠ শ্রেনীর সকাল ১১.০০ টা হতে অনুষ্ঠিত হবে।
বি.দ্রঃ ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ১০.৩০ থেকে এসেম্বলিতে উপস্থিত থাকার আদেশ করা হলো।

প্রেরনঃ
পরিচালক
ব্যাবস্থাপক
রেজিস্টার
নোটিশ বোর্ড 
ওয়েবসাইট     
সাকসেস আমার স্কুল
জয়বাংলা বাজার,সদর,ময়মনসিংহ  

No comments:

Post a Comment