সাকসেস শিক্ষা পরিবার
প্রথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি প্রোগ্রাম-০২
মডেল টেস্টঃ ০/১৯
বিষয়ঃগনিত
সময়ঃ২ ঘণ্টা ৩০ মিনিট [দ্রষ্টাব্যঃডানপাশে প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] পূর্ণমানঃ ১০০
১।সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখঃ ১x২০=২০
১।কোন সংখ্যাকে ১ দ্বারা গুন করলে গুনফল কত?
২।১ রিমে ৫০০ তা কাগজ হলে ৮ রিমে কত তা কাগজ হবে?
৩।৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
৪।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি কী?
৫।এক ডজন পেন্সিলের দাম ৬০ টাকা হলে,৬ টি পেন্সিলের দাম কত?
৬।গসাগু এর পূর্ণরূপ কী?
৭।প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
৮।২৪এর
৯।৫৬ থেকে ক বিয়োগ করলে ৪০ হয় তা গানিতিক বাক্যের মাধ্যামে দেখাও।
১০।০.২×০.০২×২.০=কত?
১১।গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
১২।একটি কলম ২৫ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
১৩।মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।
১৪।একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোনের সমষ্টি ১২০ ̊হলে অপর দুইটি কোনের সমষ্টি কত?
১৫।আয়তের প্রত্যেকটি কোন কত ডিগ্রি?
১৬।কত কুইন্টালে এক মেট্রিক টন?
১৭।১ হেক্টর = কত বর্গমিটার?
১৮।২০১৬ সালের ফেব্রুয়ারী মাস কতদিনে ছিল?
১৯।জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি কী?
২০।ক্যালকুটার শব্দের অর্থ কী?
২।রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন।
এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে।দোকানদারকে ১৫০০ টাকা দিলেন।দোকানদার তাকে ৯৬
টাকা ফেরত দিলেন।
ক)তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? ২
খ)১৫ কেজি চালের দাম কত? ২
গ)৪ কেজি সয়াবিন তেলের দাম কত?
অথবা,পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর।পিতার বয়স কন্যার বয়সের ৪ গুন।
ক)পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কত গুন? ২
খ)কন্যার বয়স কত? ৩
গ)প্রথম ৩ জন ও শেষ ৩ জনের গড় ওজনের পার্থক্য কত? ২
ঘ)সকল শিক্ষার্থীর গড় ওজন কত? ২
গ)পিতার বয়স কত? ৩
৩।একটি বাস স্টেশন থেকে দুইটি কোম্পানির বাস যথাক্রমে ১৫ মিনিট ও ২০ মিনিট পর
পর ছাড়ে।
ক)২ টি কোম্পানির বাস একত্রে ছাড়ার পর কমপক্ষে কতক্ষন পর পুনরায় একত্রে
ছাড়বে? ৩
খ)২ টি বাস সকাল ৭ টায় স্টেশন ছাড়লে কয়টায় পুনরায় একত্রে ছাড়বে? ২
গ)দ্বিতীয় বাসটি ২৫ মিনিট পরপর ছাড়লে কমপক্ষে কতক্ষন পর পুনরায় একত্রে
ছাড়বে। ৩
অথবা,সোহান তার বাগানের জন্য কিছু চারা গাছ ক্রয় করলো।সে যদি প্রতি সারিতে যথাক্রমে ১০,
১২ ও ১৫ টি চারা রোপন করে তবেঃ
ক)কমপক্ষে কতটি চারা রোপন করলে প্রতিক্ষেত্রে কোন চারা অবশিষ্ট থাকবে না? ৪
খ)যদি চারার সংখ্যা ৬৮ হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো? ২
গ)যদি প্রতিক্ষেত্রে ২ টি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো? ২
৪।করিম সাহেব ৬০০ টাকা নিয়ে বাজারে গেলেন।তিনি
১৫০
ক)তিনি মোট কত টাকা খরচ করলেন? ২
খ)বাজার করার পর তার কাছে কত টাকা রইলো? ৩
গ)তিনি যে পরিমান চাল কিনলেন তার দ্বিগুন পরিমান কিনলে মোট কত টাকা খরচ হবে? ৩
অথবা,ঐশি প্রথম দিনে একটি বইয়ের অংশ দ্বিতীয় দিনে
ক)সে তিন দিনে বইয়ের মোট কত অংশ পড়ল? ২
খ)বইয়ের কত অংশ পড়া বাকি রইলো? ৩
গ)সে প্রথম দিনের চাইতে তৃতীয় দিনে কত অংশ কম পড়ল? ৩
৫।রিতা ও রিয়ার বাংলা,ইংরেজী,গনিত,বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর
নিচের ছকে দেওয়া হলোঃ
বিষয় |
বাংলা |
গনিত |
ইংরেজী |
বিজ্ঞান |
বাংলাদেশ ও বিশ্বপরিচয় |
রিতা |
৬৮ |
৯৫ |
৫৬ |
৯০ |
৬৫ |
রিয়া |
৭২ |
৭৮ |
৮৪ |
৮০ |
৮৬ |
ক)যেসব বিষয়ে রিতা রিয়া অপেক্ষা বেশি নম্বর পেয়েছে তার সমষ্টি কত? ২
খ)রিতার গড় নম্বর কত? ৩
গ)দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে? ৩
অথবা,পঞ্চম শ্রেনীর ৮ জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে ৩২ কেজি,২৮ কেজি,৩০ কেজি,৩৪ কেজি,
২৮ কেজি ,৩৪ কেজি ৩২ কেজি এবং ৩০ কেজি ।এ তথ্য ব্যাবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক)প্রথম ৩ জন শিক্ষার্থীর গড় ওজন কত? ২
খ)শেষ ৪ জন শিক্ষার্থীর গড় ওজন কত? ২
৬।৪.১৪ কেজি ওজনের ১২ টি কাপে ৫০ প্যাকেট দুধ রাখা হলো।যেখানে প্রতি প্যাকেটে ০.০৬ লিটার
দুধ আছে।
ক)প্রত্যেকটি কাপের ওজন কত? ২
খ)প্যাকেটগুলোতে মোট দুধের পরিমান নির্ণয় কর? ৩
গ)প্রতিটি কাপে কত লিটার দুধ আছে? ৩
অথবা,একটি গাড়ি ঘন্টায় ৪৮.৫ কিলোমিটার যায়।গাড়িটি প্রতি কিলোমিটার যেতে ০.৫ লিটার তেল
লাগে।
ক)গাড়িটি ১০ ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে? ২
খ)২৪২.৫ কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে? ৩
গ)৪৮.৫ কিলোমিটার যেতে গাড়িটির কত লিটার তেল লাগবে? ৩
৭।একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে একঝুড়ি সবজি কিনে ৪০% লাভে ৬৩০০টাকায় বিক্রয়
করলেন।
ক)৪০% লাভ বলতে কী বোঝায়? ২
খ)সবজির ক্রয়মূল্য কত? ৩
গ)কৃষক যদি ২০% লাভ করে থাকেন,তবে ঐ সবজি উৎপাদনে কৃষকের খরচ কত? ৩
অথবা,রবিবার কোন বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত।
ক)ঐ দিন শতকরা কতজন উপস্থিত ছিল? ২
খ)ঐ দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? ৩
গ)বিদ্যালয়টিতে সোমবার ৭৫% শিক্ষার্থী উপস্থিত থাকলে কতজন উপস্থিত ছিল?৩
৮।নিচের যেকোন ২ টি প্রশ্নের উত্তর দাওঃ (৩+৩)×২=১২
ক)আয়তাকার একটি কাগজ যার দৈর্ঘ্য ৪ সেমি ও প্রস্থ ৩ সেমি।
(১)কাগজটির অনুরূপ একটি চিত্র আঁক।
(২)অংকিত চিত্রটির ২ টি বৈশিষ্ট্য লেখ।
খ)সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৪ সেমি এবং একটি কোন ৬০ ̊
(১)সামান্তরিকটি অংকন কর।
(২)অংকিত সামান্তরিকের তিনটি বৈষিষ্ট্য লেখ।
গ)একটি বৃত্ত আঁক।
(১)যার ব্যাসার্ধ ৩ সেমি
(২)অংকিত বৃত্তের ৩ টি বৈশিষ্ট্য লেখ।
৯।একটি বাস দুপুর ২:৩০ মিনিটে ছেড়ে ৭ ঘন্টায় গন্তব্যস্থলে পৌছে,
ক)বাসটি কখন গন্তব্যস্থলে পৌছাবে? ২
খ)বাসটি গন্তব্যস্থলে রাত ৮.০০ মিনিটে পৌছালে কতক্ষন সময় লাগে? ২
অথবা,কমল সাহেব ২০১২ সালের ফেব্রয়ারী মাসে ঢাকায় ছিলেন।
ক)তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন? ২
খ)তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন? ২
১০।একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪১ মিটার।
ক)বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ৩
খ)যদি বর্গাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ১ মিটার কম হয় তবে ক্ষেত্রফল কত হবে? ২
গ)যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য ১ মিটার বেশি এবং প্রস্থ ১ মিটার কম হয়,তবে ক্ষেত্রফল কত হবে? ৩
অথবা,লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল,৮ হেগ্রা সবজি এবং ২৪০ গ্রাম মাংস কিনলেন।
ক)সবজির পরিমানকে কেজিতে প্রকাশ কর। ২
খ)তিনি মোট কত কেজি বাজার করলেন? ৩
গ)প্রতি কেজি সবজি ও মাংসের দাম যথাক্রমে ৪০ টাকা এবং ৫০০ টাকা হলে তার মোট খরচ
কত? ৩
১১।কোন গ্রামের জনসংখ্যা ২২০০ জন এবং ঘনত্ব ১১০ জন/বর্গকিমি।
ক)জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখ। ২
খ)ঐ গ্রামের আয়তন নির্ণয় কর। ৩
গ)পাশের গ্রামটি একই আয়তনের এবং জনসংখ্যার ঘনত্ব ১৩৫ জন/বর্গকিমি হলে পাশের গ্রামের
মোট জনসংখ্যা কত? ৩
অথবা,নিচে ২০ জন শিক্ষার্থীর গনিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলোঃ
৮০,৭৩,৮৫,৯২,৮৭,৭৯,৭৫,৭২,৮৪,৭০,৮১,৭৫,৯৪,৭৮,৯৬,৮৩,৭৪,৮৬,৯৭,৯৯
ক)সর্বচ্চ নম্বর ওসর্বনিন্ম নম্বরের পার্থক্য কত? ২
খ)শ্রেনী ব্যাবধান ৫ নিয়ে সারনি তৈরি কর। ৩
গ)খ-হতে প্রাপ্ত সারনির আয়তলেখ অংকন কর। ৩
No comments:
Post a Comment